ডেক্স নিউজ :
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ও সংশ্লিষ্ট মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, মো. টিটন গাজী নামের এজাহারভুক্ত আসামিকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে শুক্রবার (১১ জুলাই) নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।
একই রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ রাজধানীর কেরাণীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে সোহাগ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মর্মান্তিক এই হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে ধারাবাহিক বিক্ষোভ।
পুলিশ ও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আরও জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply