যশোর সংবাদদাতা :
যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৫তম মৃত্যুবার্ষিকী বুধবার (১৬ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে এই প্রয়াত সাংবাদিককে গভীর শ্রদ্ধায় স্মরণ করে।
সকালে শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানার, রাতদিন নিউজপোর্টালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণসভা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডের ২৫ বছর পেরিয়ে গেলেও আজও বিচার হয়নি, যা সাংবাদিক সমাজ ও নিহতের পরিবারের জন্য বেদনার। দীর্ঘ ১৯ বছর ধরে মামলাটি ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। দুই যুগ পেরিয়ে গেলেও ন্যায়বিচার না পাওয়া রাষ্ট্র ও আইনের ব্যর্থতার করুণ দৃষ্টান্ত। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের দাবি জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝণ্টু, শেখ দিনু আহম্মেদ, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ ও সাধারণ সম্পাদক এম.আর. খান মিলন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী। অনুষ্ঠানের বক্তারা শামছুর রহমান কেবলের কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে তাঁর আদর্শ ও সততার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply