মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১.৪০ অপরাহ্ণ
  • ২৮৮ বার

খেলাধুলা ডেক্স :

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে ৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লিটন দাসের নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার (২২ জুলাই) শোকাবহ আবহে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে পাকিস্তান ১৯ ওভার ২ বলে ১২৫ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই দ্বিতীয় টি-২০তে আগুন ঝরান তিনি। মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসে ধস নামান। পাকিস্তান দলীয় ১৪ রানেই হারায় ৩ উইকেট। ফখর জামান (৮) ও মোহাম্মদ হারিসকে (০) ফিরিয়ে শেষ দুটি উইকেট নেন শরীফুল।

তার পর তানজিম হাসান সাকিবও দেখান দাপট। নিজের প্রথম ওভারে টানা দুই বলে ফিরিয়ে দেন নওয়াজ হাসান ও মোহাম্মদ নওয়াজকে। যদিও হ্যাট্রিক পাননি, তবে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে দ্রুত।

শেষদিকে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন ফাহিম আশরাফ। ৩১ বলে ঝড়ো ফিফটি করে কিছুটা আশা জাগান। তবে ৫১ রানের ইনিংসে রিশাদের বলে বোল্ড হয়ে ভেঙে যায় পাকিস্তানের জয়ের স্বপ্ন। ফাহিমের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার মার।

শেষ ওভারে মোস্তাফিজের বলে দানিয়াল (১১ বলে ১৭) ফিরলে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে শরীফুল ৪ ওভারে ৩ উইকেট নেন। তানজিম হাসান ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট। রিশাদ ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থতার চিত্র ছিল বাংলাদেশের। ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে স্বাগতিকরা। মোহাম্মদ নাঈম (৩), লিটন দাস (৮), তাওহিদ হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) দ্রুত বিদায় নেন।

চরম বিপদের মুহূর্তে হাল ধরেন জাকের আলি অনিক ও শেখ মেহেদী হাসান। দু’জন মিলে ইনিংস মেরামতের পাশাপাশি দলকে লড়াকু সংগ্রহের পথে ফেরান। মেহেদী ২৫ বলে করেন ৩৩ রান। শেষ পর্যন্ত জাকের আলি অনিক ৪৮ বলে ৫৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। রিশাদ করেন ৮, তানজিম হাসান করেন ৭ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান মির্জা ১৭, আহমেদ দানিয়াল ২৩ ও আব্বাস আফ্রিদি ৩৭ রানে নেন ২টি করে উইকেট। মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ নেন ১টি করে উইকেট।

এদিন মিরপুরে শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয় ম্যাচটি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোকাহত জাতি। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। বিসিবির উদ্যোগে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com