কল্যান রায় (জয়ন্ত) :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মাছরাঙা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি রাহুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) রাজিবুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং তথ্য সম্পাদক একরামুল চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন তার পথচলার ১৪ বছরে দেশের গণমাধ্যম জগতে একটি বিশ্বাসযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্পন্ন অনুষ্ঠান এবং সংস্কৃতি চর্চায় এই চ্যানেল সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও মাছরাঙা টেলিভিশন নির্ভীকভাবে জনস্বার্থে কাজ করে যাবে, এটাই সকলের প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply