কল্যান রায় (জয়ন্ত) :
জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ রবিউল আলম।
বুধবার (৩০ জুলাই) তিনি পত্রিকা অফিসে তাঁর নতুন দায়িত্বের প্রথম কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ উপলক্ষে ভোরের চেতনা-এর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামের সভাপতিত্বে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যরা এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে নবনিযুক্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তারা।
বক্তারা বলেন, পত্রিকার নবনিযুক্ত উপদেষ্টার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব ভোরের চেতনা-কে আরও বস্তুনিষ্ঠ, পাঠকবান্ধব ও সমাজমুখী সংবাদ পরিবেশনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বিনিময়কালে সম্পাদকমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির, ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, বার্তা সম্পাদক পাপিয়া সরকার, সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল এবং আব্দুল মোন্নাফ।
Leave a Reply