মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় শিশু ফারিয়ার অকাল মৃত্যুতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২.৩৯ পূর্বাহ্ণ
  • ১৭১ বার

কল্যান রায় (জয়ন্ত) :

যশোরের খাজুরায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফারিয়ার মৃত্যু হয়েছে। তার এ মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এলাকাবাসী, স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বুধবার (৩০ জুলাই) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৃঢ় কণ্ঠে দাবি জানান, শিশুটির মৃত্যু কোনওভাবেই স্বাভাবিক নয়। যশোর – মাগুরা সড়কে চলাচলরত বাসগুলোর স্টাফদের গাফিলতির কারনেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। তাই অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে ফারিয়ার পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও ফারিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবিতে স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, “আমরা ফারিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়। আমরা চাই সড়কে এভাবো আর কারো প্রাণ না ঝরুক। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধন থেকে আরও বলা হয়, শিশুদের প্রতি সহিংসতা ও হত্যার মতো জঘন্য অপরাধ রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বাড়িয়ে এসব অপকর্ম বন্ধ করতে না পারলে ভবিষ্যতে আরও অনেক পরিবারকে এমন শোক বয়ে বেড়াতে হবে।

ফারিয়ার মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com