কল্যান রায় (জয়ন্ত) :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে আগামী ২৮ অক্টোবর। সার্বজনীন দুর্গাপূজার অংশ হিসেবে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নে এ বছর ৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে পূজা উদযাপন কমিটিগুলো গঠন করা হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রতিমা তৈরিতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। জামদিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিপুল কান্তি বিশ্বাস জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত কমিটি নতুনভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যগুলো হলো, জামদিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সভাপতি প্রবীর গাঙ্গুলি, সাধারণ সম্পাদক দিপু গাঙ্গুলি, করিমপুর মণ্ডপের সভাপতি মনোজ বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন বিশ্বাস, জোকা মণ্ডপের সভাপতি মিহির কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মহেন কুমার রায়, ভাঙ্গুড়া মন্দিরের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বিশ্বাস, আমুড়িয়া মণ্ডপের সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকান্ত ধর, কমলাপুর পূজা কমিটির সভাপতি রিপন কুমার গোলদার, সাধারণ সম্পাদক রাজীব কুমার গুপ্ত, ঘোড়ানাছ পূজা কমিটির সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ভৌমিক (সাবেক মেম্বার), বাকড়ী মণ্ডপের সভাপতি সবুজ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক অভ্র বিশ্বাস, জয়রামপুর পূজা কমিটির সভাপতি অসিম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক যতীন দাশ।
এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে জামদিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটিগুলো ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে









Leave a Reply