কল্যান রায় (জয়ন্ত) :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৩য় তলার কনফারেন্স রুমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (BNA) নির্বাচন ২০২৫-এর যশোর শাখার নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রহিমা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের মাননীয় তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. হিমাদ্রি শেখর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, আরএমও (ভারপ্রাপ্ত) ডা. আ ন ম বজলুর রশিদ টুলু, আর্জিনা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোর এবং অন্যান্য নার্সিং কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নার্সরা হাসপাতালের সেবা ব্যবস্থার অন্যতম স্তম্ভ। তাদের দক্ষতা ও আন্তরিকতা রোগীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটির নেতৃবৃন্দকে একতাবদ্ধভাবে কাজ করে হাসপাতালের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নার্সদের পেশাগত সমস্যা সমাধান, কর্মপরিবেশের উন্নয়ন এবং রোগীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের একতাবদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করা হয়।
Leave a Reply