ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
“সত্যের সন্ধানে প্রতিদিন” – এই স্লোগানকে ধারণ করে “জাতীয় দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউতলী মোড় জনতা ব্যাংক সংলগ্ন হাজী আব্দুল মোতালিব ম্যানশনের নিচতলায় বর্ণাঢ্য আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মো. সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং বিজয়নগর প্রতিনিধি মো. শাহ আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম।
জেলা অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “একটি সংবাদপত্রের শক্তি হলো পাঠকের আস্থা ও বিশ্বাস। নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠতার মাধ্যমে সংবাদ পরিবেশনই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সংবাদপত্র শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজকে আলোকিত করার শক্তিশালী হাতিয়ার। দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে পারে। তারা আশা প্রকাশ করেন যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস থেকে সত্য, সাহসী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভোরের চেতনা অচিরেই এ অঞ্চলের পাঠকদের আস্থা ও বিশ্বাস অর্জন করবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাফিজ উল্ল্যা হাফিজ, ভোরের চেতনা পত্রিকার এর ক্রাইম রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল হাদী, নবীনগর প্রতিনিধি তানভীন সুলতানা তানিয়া, সরাইল প্রতিনিধি ফয়জুল কবির,সরাইলের ক্রাইম রিপোর্টার মোসলেম উদ্দিন, ফটো সাংবাদিক সবুজ আহমেদ, কসবা প্রতিনিধি শাহ আলমগীরসহ জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, পত্রিকার সাফল্য এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply