অনলাইন ডেক্স :
যশোরে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়ার ঘটনায় আটক বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডুর জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে, যখন যশোরের একটি হোটেল থেকে সীমা নামের এক নারীকে তাঁর দুই স্বামীসহ পুলিশ কোতোয়ালি থানায় নিয়ে আসে। ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমার ৩৬ বছরের দাম্পত্য জীবন এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভারতে গিয়ে বিয়ে করেন।
পুলিশ সূত্র জানায়, থানায় আনা হলে সীমার দুই স্বামী বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডুর মধ্যে হাতাহাতি থেকে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ১৫১ ধারায় তাঁদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত প্রথমে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিলেও বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের পর জামিন মঞ্জুর করেন বিচারক।
Leave a Reply