রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ১৯ অক্টোবর

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯.২৮ অপরাহ্ণ
  • ৮২ বার

যশোর সংবাদদাতা :

আগামী ১৯ অক্টোবর ২০২৫ সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ৭ অক্টোবর মনোনয়নপত্র জমা ও বাছাই, ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

নির্ধারিত তফসিল অনুসারে ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল তফসিল ঘোষণা করেন। এ সময় কমিটির অন্য দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com