নিজস্ব প্রতিবেদক :
যশোরে বিএনপি নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) জুম্মার নামায চলাকালীন যশোর সদর উপজেলা বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক এম এ জলিলের লাল রঙের ডিসকভার ১০০ সিসির মোটরসাইকেল (নম্বর মাদারীপুর-১১-৫২২৯) শহরতলীর সীতারামপুরস্থ মরিয়ম জামে মসজিদের সামনে থেকে চুরি হয়।
ঘটনার পর এম এ জলিল যশোর কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, মোটরসাইকেলটি পার্কিং করে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে ফিরে দেখেন, মোটরসাইকেলটি আর সেখানে নেই।
স্থানীয় পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে এবং কেউ এই ধরনের তথ্য পেলে থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে। এলাকাবাসী চোর-চক্রকে দ্রুত ধরা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছেন।
Leave a Reply