রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে ০৭ অক্টোবর

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬.২৩ অপরাহ্ণ
  • ৭৬ বার

অনলাইন ডেক্স :

চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ এই মনোমুগ্ধকর আকাশ দৃশ্য খালি চোখে উপভোগ করতে পারবেন। এ সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে এটি সাধারণ সময়ের তুলনায় আরও বড় ও উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিদদের ভাষায়, অক্টোবর মাসের এই পূর্ণচাঁদকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’, যা সাধারণত শরৎ ঋতুর সূচনায় দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজ জানিয়েছে, এ বছর মোট তিনটি সুপারমুন দেখা যাবে—এর মধ্যে এটি হবে প্রথমটি।

নাসা জানিয়েছে, যখন পূর্ণচাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে, তখন এটি বছরের সবচেয়ে দূরের পূর্ণচাঁদের তুলনায় প্রায় ১৪% বড় এবং ৩০% বেশি উজ্জ্বল দেখা যায়। এই বিরল দৃশ্য বছরে কয়েকবার ঘটে থাকে, কখনও কখনও চন্দ্রগ্রহণের সঙ্গেও মিলে যায়।

ফিলাডেলফিয়ার ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডেরিক পিটস বলেন, “এটি খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে আকাশের ওপরে চাঁদ উঠলে, তুলনামূলক কোনো বস্তু না থাকায় তার আকার বোঝা কঠিন হতে পারে।”

আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের যেকোনো স্থান থেকেই বিশেষ কোনো টেলিস্কোপ ছাড়াই এই সুপারমুন দেখা যাবে।

এই সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৪,৬০০ মাইল (৩,৬১,৪৫৯ কিলোমিটার) দূরত্বে অবস্থান করবে। এ বছরের সবচেয়ে কাছের সুপারমুন দেখা যাবে নভেম্বরে, আর শেষটি ডিসেম্বরে।

এদিকে, জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালে দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে—মার্চে উত্তর আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বড় অংশে পূর্ণ চন্দ্রগ্রহণ এবং আগস্টে আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com