অনলাইন ডেক্স :
নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে দুটি পৃথক সংলাপ আয়োজন করেছে কমিশন— সকালে নির্বাচনী বিশেষজ্ঞদের সঙ্গে, আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, এসব সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার নিজে। সংলাপগুলো অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের ইসি ভবনের সম্মেলন কক্ষে।
প্রথম সংলাপ শুরু হবে সকাল সাড়ে ১০টায়, যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন নির্বাচনী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ। জানা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনাসহ প্রাক্তন কমিশন কর্মকর্তা, নির্বাচন বিশ্লেষক ও গবেষকরা।
বিকেলের অধিবেশনে অংশ নেবেন ৪০ জন নারী নেত্রী ও প্রতিনিধি। তারা নারী ভোটাধিকার, নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে মতামত দেবেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ভোট সংশ্লিষ্ট সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হয়। আসন্ন দিনে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “এই সংলাপগুলো থেকে পাওয়া গঠনমূলক মতামত ও পরামর্শ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। প্রয়োজনে সেগুলোর আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
Leave a Reply