টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিংয়ের দিক দিয়ে দীর্ঘদিন পিছিয়ে ছিল বাংলাদেশ দল। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে সেই ঘাটতি অনেকটাই পূরণ করছে টাইগার ব্যাটাররা। ২০২৫ সালে এ ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি এখন চোখে পড়ার মতো।
পরিসংখ্যান বলছে, চলতি বছর (২০২৫) টি-২০ ক্রিকেটে শতাধিক ছক্কা হাঁকানো দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই ২৪ ম্যাচে ১৭১টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার ব্যাটাররা। এতে টি-২০ ক্রিকেটে নিজেদের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে যেখানে ১২২টি ছক্কা মেরেছিল দলটি, সেখানে এবার সেই সংখ্যা এক লাফে বেড়ে ১৭১-এ পৌঁছেছে।
ছক্কার দৌড়ে সবার ওপরে আছে পাকিস্তান। ২৬ ম্যাচে তারা মেরেছে ১৯০টি ছক্কা। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ, যারা ১৫ ম্যাচে হাঁকিয়েছে ১৪৮ ছক্কা। চারে আছে অস্ট্রেলিয়া (১১ ম্যাচে ১১১ ছক্কা) এবং পাঁচে ইংল্যান্ড (১২ ম্যাচে ১০০ ছক্কা)।
অবাক করার মতো বিষয় হলো, এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে এই তালিকার সাত নম্বরে। ১২ ম্যাচে তাদের ছক্কার সংখ্যা মাত্র ৯৪টি।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই পরিসংখ্যান দলটির সাম্প্রতিক ব্যাটিং মানসিকতার পরিবর্তনের প্রতিফলন। এখন টাইগার ব্যাটাররা আর শুধু রান তোলাতেই নয়, ছক্কার প্রতিযোগিতাতেও নিজেদের ঝাঁপিয়ে দিচ্ছেন দৃঢ় আত্মবিশ্বাসে।
Leave a Reply