আর্ন্তজাতিক ডেক্স :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এমন সময় এই আহ্বান এসেছে যখন চীন দ্রুত এই অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করছে।
শুক্রবার (১০ অক্টোবর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, গত বছর কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্য হয়েছে প্রায় ৪৫ বিলিয়ন ডলার। তিনি এটিকে ‘ভালো ফলাফল’ উল্লেখ করলেও বলেন, এই অঙ্ক বেলারুশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের তুলনায় অনেক কম। অথচ বেলারুশের জনসংখ্যা মধ্য এশিয়ার পাঁচ দেশের সম্মিলিত জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র।
পুতিন আরও বলেন, “বাণিজ্য বৃদ্ধির জন্য এখনো বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা মধ্য এশিয়ার দেশগুলো স্বাধীনতার পর নিজেদের নীতি নির্ধারণে স্বাধীনতা অর্জন করলেও রাশিয়া এখনো অঞ্চলটিকে তার ঐতিহাসিক প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে। তবে ইউক্রেন যুদ্ধ ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি রাশিয়ার সেই প্রভাবকে সীমিত করেছে।
রাশিয়ায় লাখ লাখ মধ্য এশীয় অভিবাসী শ্রমিক কাজ করছেন, যা দেশটির শ্রমঘাটতি পূরণে ভূমিকা রাখছে এবং নিজ দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখছে। তবে গত বছর এক হামলায় বেশ কয়েকজন তাজিক নাগরিক নিহত হওয়ার পর রাশিয়া অভিবাসীদের ওপর নজরদারি ও কঠোরতা বাড়িয়েছে।
সম্মেলনের যৌথ ঘোষণায় মধ্য এশিয়ার দেশগুলো রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা নতুন পরিবহন ও লজিস্টিক করিডর নির্মাণ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, মাদকবিরোধী সহযোগিতা এবং বাণিজ্যিক লেনদেন ব্যবস্থার উন্নয়নে একমত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” প্রকল্পের মাধ্যমে মধ্য এশিয়ায় ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে পুতিনের এই আহ্বান রাশিয়ার ঐতিহাসিক অবস্থান পুনর্গঠনের প্রচেষ্টা।
Leave a Reply