অনলাইন ডেক্স :
কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান রুট হলেও প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তা এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের ভাঙা অংশে বড় বড় গর্ত থাকায় প্রতিদিন যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে সড়কটি পরিণত হয় ছোট ছোট পুকুরে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এসব গর্তে জমে থাকা পানিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের জীবন।
এ অবস্থার প্রতিবাদে অভিনব পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় সড়কের গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানান।
ওই সময় তোলা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, সড়কের গর্তে জমে থাকা পানিতে পলিথিন ব্যাগ থেকে মাছের পোনা ছেড়ে দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে এলাকাবাসীও উপস্থিত থেকে এ প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই রাস্তায় মানুষ যাতায়াত করে, কিন্তু এত খারাপ অবস্থা যে মাছ চাষের উপযোগী হয়ে গেছে। কয়েক দিন আগে এই রাস্তায় একটি ছেলে দুর্ঘটনায় মারা গেছে। যদি রাস্তা ঠিক না করেন, তবে এখানেই মাছ চাষ করুন—কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।”
স্থানীয়রা বলেন, দেবিদ্বার-চান্দিনা সড়ক সংস্কারে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply