বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।
উৎসবে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাস।
উক্ত মিলনমেলা এ বছর প্রথমবারের মতো বাঘারপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শত শত নারী বিশেষভাবে লাল পাড়ে সাদা শাড়ি পরে উপস্থিত হন। ঢাক-ঢোলের তালে তালে অনুষ্ঠানের স্থানটি আনন্দঘন হয়ে ওঠে। মুহূর্তে মুহূর্তে করতালি দিয়ে উপস্থিত নেতাকর্মীরা অতিথিদের বরণ করে নেন।
আমন্ত্রিত অতিথি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “যশোর জেলাসহ বিভিন্ন এলাকায় এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব মা-বোনদের একত্রে নিয়ে মিলনমেলার আয়োজন করেছেন। এটি দেখে আমি অভিভূত। এটি প্রমাণ করে, তিনি এই নির্বাচনী এলাকার সকল ধর্মের মানুষের মধ্যে নিজেকে স্থান করে নিয়েছেন।”
আয়োজক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের স্বাগত জানিয়ে বলেন, “হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি আপনাদের ভাই, বন্ধু ও সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই। বিগত ১৬ বছরে নির্বাচনী এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি। বিএনপি ক্ষমতায় এলে সকল মত-পথের মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের নেতা সমীর কুমার পাল, সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুন্ডু, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাঠজুড়ে ধর্মীয় মিলনমেলার এই আয়োজন এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
Leave a Reply