যশোর সংবাদদাতা :
যশোরে শনিবার থেকে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শীর্ষস্থান অধিকারীরা।
প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো: সাঁতার (বালক ও বালিকা), দাবা (বালক ও বালিকা), ফুটবল (বালক ও বালিকা), হ্যান্ডবল (বালক ও বালিকা) ও কাবাডি (বালক ও বালিকা)। দলগত ইভেন্টে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখলকারী, দাবা ও সাঁতার প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নিচ্ছেন।
শুক্রবার সাঁতার ও দাবা ইভেন্টগুলো সম্পন্ন হয়েছে। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে, আর দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যশোর জিলা স্কুলে।
দাবা বালক বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হোসেন। বালক মধ্যম গ্রুপে শীর্ষস্থান দখল করেছেন যশোর সদরের নব কিশোলয় শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উপান্তর পাল।
দাবা বালিকা বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সদরের ইংলিশ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইজা ওয়াহিদ। বালিকা মধ্যম গ্রুপে শীর্ষস্থান অধিকার করেছেন কেশবপুর উপজেলার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনজিয়া হাসিন তানিশা।
সাঁতার প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতার বালক বড় গ্রুপে মুসলিম একাডেমির শাহিনুর ইসলাম প্রথম ও অভয়নগরের দত্তগাতি দামুখালি মাধ্যমিক বিদ্যালয়ের দিপু হালদার দ্বিতীয় হয়েছেন। বালক মধ্যম গ্রুপে প্রথম হয়েছেন অভয়নগরের সরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সাব্বির খান, দ্বিতীয় হয়েছেন কেশবপুরের পি বি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের আরিফিন আরিয়ান।
বালিকা ১০০ মিটার মুক্ত সাঁতারে অভয়নগরের দত্তগাতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মনিষা বিশ্বাস প্রথম ও যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ফাহরিয়া জারিয়া দ্বিতীয় হয়েছেন। এছাড়া ১০০ ও ২০ মিটার চিৎ সাঁতার, ১০০ ও ৫০ মিটার বুক সাঁতার, ১০০ ও ৫০ মিটার প্রজাপতি সাঁতার এবং ২০০ মিটার মুক্ত সাঁতার সম্পন্ন হয়েছে।
আগামী রোববার অনুষ্ঠিত হবে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বালক ফুটবল প্রতিযোগিতা। বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ), নিউটাউনে হবে হ্যান্ডবল (বালক ও বালিকা) ও কাবাডি (বালক ও বালিকা)। সোমবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হবে বালিকা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের আসর সমাপ্ত হবে।
Leave a Reply