ক্রীড়া ডেক্স :
উত্তরের জেলা রাজশাহীতে বিগ ব্যাশ বা বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১২ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা। তারা জানিয়েছেন, স্টেডিয়ামটি বড় টুর্নামেন্ট আয়োজনের ৭০% সক্ষমতা সম্পন্ন এবং আগামী এক মাসে বাকিটা স্থায়ী ও অস্থায়ীভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়, যেখানে দর্শক উপস্থিতি অত্যন্ত উপচে পড়েছিল। এতে পূর্বের পরিকল্পনা পুনঃচর্চা শুরু হয় এবং রাজশাহী স্টেডিয়ামে বিপিএল আয়োজনের আলোচনা আবারো ত্বরান্বিত হয়।
এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্টেডিয়াম পরিদর্শন করে মনোমুগ্ধকর পিচ ও আউটফিল্ড দেখে বিপিএল আয়োজনের আশা প্রকাশ করেন।
রোববার সকালেই স্টেডিয়াম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিসিবি ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট। কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখে প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন, ২০টি মোবাইল টয়লেট, গ্যালারির টয়লেট সংস্কার এবং স্টেডিয়াম সার্কুলার রোড উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করেন।
এছাড়া খেলোয়াড়দের ড্রেসিং রুম প্যাভিলিয়নের নিচতলায় স্থানান্তরিত করা, ফ্লাডলাইট সংস্কারের সিদ্ধান্তও নেওয়া হয়। মাঠ পরিদর্শন শেষে কর্মকর্তারা খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলন মাঠসহ আনুষঙ্গিক সুবিধা পর্যালোচনা করেন।
বিসিবি ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেন, “বড় টুর্নামেন্ট আয়োজন করতে স্টেডিয়ামের ৭০% সক্ষমতা রয়েছে। এক মাসের মধ্যে বাকিটা সম্পন্ন করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার ব্যয় ও সময়সূচী নির্ধারণ করবে।”
রাজশাহী স্টেডিয়ামে বিগত সময়ে অন্তত নয়বার এই ধরনের আনুষ্ঠানিক পরিদর্শন করা হয়েছে। তবে পূর্বের পরিকল্পনা আর প্রতিবেদনের ফাইলে বন্দি থাকায় বাস্তবায়ন হয়নি।
Leave a Reply