নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হামলার প্রতিবাদে সারা দেশের মতো যশোরেও কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “রাজধানীতে যেভাবে শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। জাতির কারিগর শিক্ষকরা সন্ত্রাসী নন, ঘুষখোর নন- তাদের সঙ্গে এমন আচরণ লজ্জাজনক ও অমানবিক।” তারা ঢাকায় শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বহুদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। শিক্ষকদের ওপর এ রকম নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”
সমাবেশে শিক্ষকরা তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হল : বাড়িভাড়া ৫০০ টাকা নয়, মূল বেতনের ২০ শতাংশ হারে প্রদান করতে হবে; চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করতে হবে; কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সায়েদা বানু শিল্পী, সোহেল রানা, আনারুল ইসলাম, এহসানুল হক, দয়ানন্দ হালদার, মহিবুল্লা হক, সাহেব আলী, গোলাম মোস্তফা, অ্যাড. আমিনুর রহমান হিরু, জুলাই আন্দোলনের নেতা ইমরান খান, শিক্ষক আলাউদ্দীন, সামাজিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, কবি জাহিদ আক্কাজ এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খানসহ অন্যান্য শিক্ষক-নেতারা।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক হাসিনুর রহমান এবং সঞ্চালনা করেন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খানজাহান আলী শান্ত।
Leave a Reply