কল্যান রায় (জয়ন্ত) :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশের মতো যশোরেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়া।
সকাল ১০টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় দিনের কর্মসূচি। বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরে কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হলেও আমরা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। দুর্যোগের আগে জনগণের সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি প্রশমন কার্যক্রমই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।”
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত করতে হবে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলাই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম কৌশল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, জেলা ত্রাণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অতিথিরা বলেন, “দুর্যোগ প্রতিরোধ নয়, প্রশমনই এখন সময়ের দাবি। প্রত্যেক নাগরিকের উচিত নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সমাজকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত রাখা।”
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয় বিষয়ে উপস্থিতদের ধারণা দেন।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করবে, যা ভবিষ্যতে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যশোর।
Leave a Reply