অনলাইন ডেক্স :
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে মিরাজরা। শুধু তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও।
টি-২০ সিরিজ জয়ের পর ওয়ানডেতে আফগানদের বিপক্ষে যেন ছন্নছাড়া বাংলাদেশ। ব্যাটে-বলে লড়াই করার আগেই যেন হার মানছে টাইগাররা। সিরিজ হারার পর এখন একমাত্র লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।
বাংলাদেশ দলের বড় সমস্যা মিডল অর্ডারে। একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া কেউই ধারাবাহিকতা রাখতে পারছেন না। মিরাজ, জাকের আলী ও সোহানদের নিয়ে গড়া মিডল অর্ডার যেন বারবার ব্যর্থতার গল্পই লিখছে। ব্যাটিং অর্ডারে ওপরে উঠে এলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়েও উঠেছে প্রশ্ন। অন্যদিকে, অধিনায়ক হিসেবে শেষ নয় ম্যাচে মাত্র এক জয়ের রেকর্ডও চাপ বাড়িয়েছে তার ওপর।
শেষ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। দলের কঠিন সময়ে হৃদয়ের সঙ্গে মিডল অর্ডারে দেখা যেতে পারে ইন-ফর্ম ব্যাটার সাইফ হাসানকে, যিনি প্রকৃত অর্থে চার নম্বর ব্যাটার হিসেবে বেশ অভিজ্ঞ।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় ভয় আফগানিস্তানের স্পিন জাদুকর রশিদ খান। প্রথম দুই ম্যাচে তিনি একাই নিয়েছেন আটটি উইকেট। তাই হোয়াইটওয়াশ এড়াতে হলে রশিদকে সামলাতেই হবে বুদ্ধিমত্তার সঙ্গে।
সব মিলিয়ে, মঙ্গলবারের ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদা রক্ষার লড়াই—যেখানে জিততে পারলেই শুধু হোয়াইটওয়াশ নয়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও জোরালো হবে।
Leave a Reply