অনলাইন ডেক্স :
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি রাসায়নিক গুদাম ও পাশের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের গুদামের আগুন সাড়ে সাত ঘণ্টা পরও নেভানো যায়নি।
অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা যায়, ওই গুদামের নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ‘কসমিক ফার্মা’, কেউ বলছেন ‘শাহ আলম কেমিকেলস’ বা ‘আলম ট্রেডার্স’। পাশের পোশাক কারখানার নামও কেউ বলছেন ‘আরমান গার্মেন্টস’, আবার কেউ ‘জি এম ফ্যাশনস’। সেখানে একাধিক পোশাক কারখানা ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী জানান, “গার্মেন্টস অংশে সার্চিং অপারেশন শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চারতলা ভবনের ছাদে যাওয়ার গ্রিলের দরজা তালাবদ্ধ ছিল। ফলে শ্রমিকরা উপরে উঠতে পারেননি। তাজুল ইসলাম বলেন, “কেমিকেলের বিস্ফোরণ ও টক্সিক গ্যাসের কারণে তারা হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। এরপর কেউ উপরে বা নিচে সরে যেতে পারেননি।”
দমকলের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply