ক্রীড়া ডেক্স :
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও রাকিব হোসেনের গোলের সুবাদে সমতায় ফেরে লাল-সবুজের দল।
মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে দুই দলই সাবধানী সূচনা করে। প্রথম ১০ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি হয়নি। ৩৪তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেখান থেকে অধিনায়ক ম্যাথিউ গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন (১-০)।
প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। ম্যাচের ৬৭ ও ৬৯ মিনিটে দুটি দারুণ সুযোগ তৈরি করেও গোলের দেখা মেলেনি। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রস থেকেও ফাহমিদুল গোল করতে ব্যর্থ হন।
অবশেষে ৮৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। বাঁ দিক থেকে ফাহিমের দারুণ ক্রসে ফাহমিদুল বল নামিয়ে দেন, আর সেখান থেকেই রাকিব হোসেনের নিখুঁত শটে বল জালে জড়ায়। সমতায় ফেরে ম্যাচ (১-১)।
শেষ মুহূর্তে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এখনো কাগজে কলমে টুর্নামেন্টে খেলার আশা বেঁচে আছে জামাল ভূঁইয়াদের।
Leave a Reply