ক্রীড়া ডেক্স :
অবশেষে এলো সেই দিন, যেদিন ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে জাপান লিখল নতুন ইতিহাস। ঘরের মাঠ আজিনোমোতো স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে এশিয়ার এই দেশটি।
১৯৮৯ সালে প্রথম দেখায় ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে যাওয়া জাপান ১৪তম ম্যাচে এসে পেল বহু প্রতীক্ষিত জয়। এর আগে ব্রাজিলের বিপক্ষে তাদের সাফল্য বলতে ছিল মাত্র দুইটি ড্র।
মঙ্গলবারের ম্যাচে দুর্দান্ত শুরু পায় কোচ কার্লোস আনচেলত্তির ব্রাজিল। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় সেলেসাওরা। ২৬ মিনিটে ব্রুনো গুইমারেসের দারুণ পাস থেকে গোল করেন পাওলো এনরিক। এরপর ৩২ মিনিটে লুকাস পাকেতার পাসে ভলির শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেলি।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার ফেবরিচিও ব্রুনোর পাস ভুলে বল পেয়ে যান জাপানের ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। গোলরক্ষককে একা পেয়ে তিনি সহজেই বল জালে জড়ান।
৬২ মিনিটে কেইতো নাকামুরার শট ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন সেই ব্রুনোই। তাতেই সমতায় ফেরে জাপান (২-২)। ৬৭ মিনিটে অফসাইডের কারণে ম্যাথুস কুনহার গোল বাতিল হলে ফিরে আসে ব্রাজিলের দুঃসময়।
অবশেষে ৭১ মিনিটে কর্নার থেকে হেড করে জাপানকে ঐতিহাসিক গোল উপহার দেন আয়াসে উয়েদা। ব্রাজিলের গোলরক্ষক হুগো সৌজা চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।
শেষ মুহূর্তে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ফলে ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩-২ ব্যবধানে জাপান পেল ব্রাজিলের বিপক্ষে তাদের ইতিহাসের প্রথম জয়।
Leave a Reply