অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি)-এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আজহারুল নামে এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির ইস্তপ থেকে দুইটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মূল আসামি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহমেদ বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply