নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব যশোর’র সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল। এতে প্রায় ৫’শত থেকে ৬’শত নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজা এবং অন্যান্য উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে ব্যর্থ। দেশে গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং জনগণের মতামত সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে। বর্তমান সংখ্যাগরিষ্ঠভিত্তিক ব্যবস্থায় অল্প কিছু গোষ্ঠী ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, যা গণতন্ত্রের মূল চেতনাবিরোধী।
বক্তারা আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য এখনও চরম পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, প্রশাসন দলীয়করণের শিকার এবং মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের ন্যায্য ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। তারা জোর দিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবর্তনের মাধ্যমে দেশে ন্যায়ের ভিত্তিতে এমন এক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
Leave a Reply