শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর ভ্যানচালক আবদুল্লাহর মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার প্রতিবেশী মুকুল, আসানুর ও সাগরকে আটক করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, পূর্ব শত্রুতা ও ভ্যানের লোভের কারণে অভিযুক্তরা আবদুল্লাহকে কৌশলে ডেকে নিয়ে শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়ির সাব-বাক্সের ভেতর মরদেহ লুকিয়ে রেখেছিল। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা স্বীকার করেছে।
মঙ্গলবার রাতে তাদের আটক করার পর বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় আবদুল্লাহর ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, আবদুল্লাহ গত ১০ অক্টোবর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় এবং এরপর নিখোঁজ হয়। হত্যাকাণ্ডে বারিপোতা গ্রামের আবদুল্লার বাবা ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Leave a Reply