ঠাকুরগাঁও সংবাদদাতা :
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট ও পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। কেউ যদি দাবী-দাওয়া বা মিছিলের মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও জানান, পিআর সংক্রান্ত বিতর্ক পার্লামেন্টে হবে। যেখানে সব দল একমত, সেখানে জুলাই সনদে সাক্ষর হবে, বাকী বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। ফখরুল জনগণকে আবেদন জানান, নির্বাচন দিয়ে দেশের অস্থিরতা কাটান, হিংসা ও ধর্মীয় বিভেদ এড়িয়ে শান্তিতে বসবাস করুন।
নির্বাচনী ইস্যুতে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। ভাগাভাগি বা স্বার্থের কারণে দেশকে ক্ষতি করার চেষ্টা হবে না। বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান, পরিবারভিত্তিক কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়ন এবং কৃষকদের জন্য বিশেষ মনোযোগ দেওয়া হবে।
সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply