কল্যান রায় (জয়ন্ত) :
“সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। সভার সভাপতিত্ব করেন বিএসটিআই যশোর কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পণ্যের মান শুধু ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়, এটি জনস্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ ও জাতীয় উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি টেকসই সমাজ গড়তে হলে উৎপাদন, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে মানের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মান নিশ্চিতকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, কারণ নিম্নমানের পণ্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক ও পরিবেশগত ভারসাম্যও নষ্ট করে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “মান হলো অগ্রগতির মাপকাঠি। দেশের অর্থনীতি ও শিল্পের বিকাশে মাননিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি সকল খাতে মান ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “মানহীন খাদ্য ও ওষুধ আমাদের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিএসটিআই ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।”
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প মালিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা সবাই একমত পোষণ করেন যে, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
Leave a Reply