শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ বৈঠক হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের নেত্রী চায়না খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিনসহ মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা ও নাহার প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply