ক্রীড়া ডেক্স :
১৭ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য টি-২০ সিরিজ জয়। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী সোমবার (২৭ অক্টোবর) থেকে।
শনিবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। একই দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলও দুপুরে এসে পৌঁছায় বন্দর নগরীতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে তিনি আফগানিস্তান সিরিজেও মাঠে নামতে পারেননি।
তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন জাকের আলী অনিক। এবার চোট সারিয়ে নেতৃত্বে ফিরেছেন লিটন। এদিকে স্কোয়াডে এসেছে দুটি পরিবর্তন – বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ওপেনার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ পেলেও সৌম্য কোনো ম্যাচ খেলতে পারেননি।
টি-২০ সিরিজটি তাই হবে বাংলাদেশের জন্য ওয়ানডে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার মঞ্চ, আর ক্যারিবীয়দের জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
Leave a Reply