বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
মনিরামপুরের ওসি–এসআই’র নামে আদালতে মামলা যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাইক ভাড়া করে গালাগালি , ২ লাখ টাকা দিলো ব্যাংক যশোরে বিআরটিএ কর্মচারী পরিচয়ে প্রতারণা, আটক ২ বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না : ফয়জুল করিম চট্টগ্রামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি–২০ সিরিজের ট্রফি উন্মোচন ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত’ – স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের পরিপূরক দল’ – আখতার হোসেন এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেল বাংলাদেশ, সামনে ভারতের চ্যালেঞ্জ যাদুকাটা নদীতে নির্বিঘ্নে কাজের দাবিতে বালি শ্রমিকদের বিক্ষোভ

মোরেলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে শিপন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯.০৪ অপরাহ্ণ
  • ৩৯ বার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ-শরণখোলা-কচুয়া) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার।”

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় বহরবুনিয়া ইউনিয়নের ৮৩ নং কে.পি. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি আরও বলেন,
“সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে কাজ করলে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে প্রতিটি নাগরিকের মর্যাদা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন অমল কৃষ্ণ সুতার, সুভাষ চন্দ্র হালদার, বিএনপি নেতা জামাল হোসেন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছিম রাকি ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে পুটিখালী ইউনিয়নে মহিলা দলের আয়োজনে নারীদের এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী খায়রুজ্জামান শিপন। সভায় সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন মহিলা দলের সভাপতি নারগিস আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপি।

বক্তারা বলেন, নারী সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com