অনলাইন ডেক্স :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের রাজনৈতিক সহিংসতা অনেকাংশে রোধ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূসের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে।”
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতৃত্বেও পরিবর্তন আসে— সরকার বদলালেই মসজিদের ইমাম থেকে শুরু করে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পর্যন্ত বদলে যান।”
তিনি আরও অভিযোগ করেন, “দেশের পূর্ববর্তী রাজনৈতিক নেতারা কখনো মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেননি। বরং কেউ সুন্নিদের, কেউ কওমিদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন।”
মাহফুজ আলম বলেন, “অনেক রাজনীতিক ইসলামকে রাষ্ট্রক্ষমতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা দক্ষিণ এশিয়ায় ইসলামের ইতিহাস ও প্রেক্ষাপট গভীরভাবে বোঝেননি।”
আলোচনায় তিনি আরও জানান, আত্মরক্ষার প্রয়োজনে সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠে, যা ধর্মীয় রাজনীতিকে সীমিত করেছে। একই প্রবণতা কওমি রাজনীতিতেও লক্ষ্য করা গেছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক মাজারে হামলার প্রসঙ্গে মাহফুজ আলম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় সহাবস্থান ও সহিংসতা প্রতিরোধে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “ধর্মকে বিভাজনের নয়, ঐক্যের শক্তি হিসেবে দেখতে হবে।”
Leave a Reply