ক্রীড়া ডেক্স :
চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি–২০ সিরিজ। ইতোমধ্যে দুই দলই চট্টগ্রামে পৌঁছেছে। সোমবার (২৭ অক্টোবর) ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা।
এর আগে রোববার দুপুরে অনুষ্ঠিত হয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এবার ট্রফি উন্মোচনে নতুনত্ব এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্রিটিশ স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ যৌথভাবে ট্রফি উন্মোচন করেন।
ট্রফি উন্মোচন শেষে তারা ফটোসেশনে অংশ নেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।
চট্টগ্রামের মাঠ বরাবরই বাংলাদেশের জন্য শুভ বলে বিবেচিত। তাই টাইগার সমর্থকদের আশা, এই সিরিজে জয় দিয়ে ফের ট্রফি জয়ের পথে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের টি–২০ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।









Leave a Reply