ক্রীড়া ডেস্ক :
দু’টি ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল এবার মূল পর্বে উঠতে পারছে না। তবু আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর দুইটা থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এ।
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কাবরেরার শিষ্যরা। ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডফেরত মিডফিল্ডার হামজা চৌধুরীর।
এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হারে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও জয়ের মুখ দেখেনি, তবু প্রতিটি ম্যাচেই লড়াকু পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে দলটি।
Leave a Reply