অনলাইন ডেক্স :
বিদেশ যাওয়ার টাকা না পেয়ে ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি করেছিলেন কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করার পরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ঘটনাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের নজরে আসে, আর সেখান থেকেই ঘুরে যায় রাব্বির ভাগ্যের চাকা।
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। যাচাই-বাছাই শেষে ব্যাংক কর্তৃপক্ষ তাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। “প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ শুরু হবে,” বলেন তিনি।
চেক হাতে পেয়ে ফেসবুকে রাব্বি লেখেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ—আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না। ধন্যবাদ সবাইকে।”
ঘটনার শুরুটা ছিল একেবারেই ভিন্ন। বিদেশে যেতে চেয়ে টাকা না পেয়ে হতাশ রাব্বি রাগে-ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ্য করে গালাগালি করেন। সেই ভিডিও তিনি নিজেই ফেসবুকে আপলোড করেন। হাসিঠাট্টা দিয়ে শুরু হলেও বিষয়টি পরে মানুষের সহানুভূতি কাড়ে।
চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় আলোচনায় ছিলেন রাব্বি। অনেকে বলেছিলেন, “মানুষ যখন কষ্টে পড়ে, তখন কতটা ক্ষোভ জমে, রাব্বি সেটা প্রকাশ করেছেন।”
রাব্বি জানান, “২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ইতিমধ্যে আমার হাতে টিকিট এসে গেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে রওনা হব। আগের ঘটনাটির জন্য সবার কাছে দুঃখিত। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন।”
রাব্বির এই ঘটনা এখন অনেকের মুখে প্রবাদে পরিণত—“মাইকে গালাগালি নয়, এবার হাতে পাসপোর্ট আর টিকিট!”
Leave a Reply