যশোর সংবাদদাতা :
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোরে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনব্যাপী আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। টাউন হল মাঠে তখন জড়ো হয় হাজারো নেতা-কর্মী, যা পরিণত হয় এক মিলনমেলায়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “জাতীয়তাবাদী যুবদলের জন্মই হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে। তরুণ প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা বুক উঁচু করে দাঁড়িয়েছে। কেউ পিছু হটেনি, কেউ দল ত্যাগ করেনি—এটাই যুবদলের গৌরব ও অদম্য মনোবল।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নার্গিস বেগম বলেন, “জাতি আজ নির্বাচনী ট্রেনে উঠেছে। এই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চাই। জনগণের প্রত্যাশা—আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রের চালকের আসনে আসুক। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে, এটাই জনগণের স্বপ্ন।”
তিনি আরও বলেন, “বিএনপি কখনো জনগণের ঘৃণা নিয়ে রাজনীতি করে না। হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি জয়ী হয়েছে নৈতিক শক্তির বলে। শত নির্যাতনেও বিএনপির কেউ দেশ ছাড়ে না, দল ত্যাগ করে না—এটাই আমাদের প্রকৃত শক্তি।”
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবলু, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, দেশের প্রতিটি দুর্যোগ-সংকটে মানুষের পাশে থেকেছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ের পথে এগিয়ে নিতে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।”
সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, চিত্রা মোড়, চৌরাস্তা, আর এন রোড ঘুরে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে স্লোগান দেন—“অমিত ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।” নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। র্যালির দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও উৎসাহ দেন এবং অনেকেই মোবাইল ক্যামেরায় ধারণ করেন সেই বর্ণিল দৃশ্য।
Leave a Reply