সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন ডলার তহবিল ঘোষণা যুক্তরাজ্য ও কাতারের সরকারি অফিসে হয়রানি উত্তরণে চালু হচ্ছে ‘অ্যাপ’ দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি : ইফতেখারুজ্জামান ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ পদে নিয়োগের সিদ্ধান্ত সীমান্তে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয় : পররাষ্ট্র উপদেষ্টা বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন কনা নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা

মাইক ভাড়া করে গালাগালি , ২ লাখ টাকা দিলো ব্যাংক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮.২১ অপরাহ্ণ
  • ১৩৩ বার

অনলাইন ডেক্স :

বিদেশ যাওয়ার টাকা না পেয়ে ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি করেছিলেন কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করার পরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ঘটনাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের নজরে আসে, আর সেখান থেকেই ঘুরে যায় রাব্বির ভাগ্যের চাকা।

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। যাচাই-বাছাই শেষে ব্যাংক কর্তৃপক্ষ তাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। “প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ শুরু হবে,” বলেন তিনি।

চেক হাতে পেয়ে ফেসবুকে রাব্বি লেখেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ—আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না। ধন্যবাদ সবাইকে।”

ঘটনার শুরুটা ছিল একেবারেই ভিন্ন। বিদেশে যেতে চেয়ে টাকা না পেয়ে হতাশ রাব্বি রাগে-ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ্য করে গালাগালি করেন। সেই ভিডিও তিনি নিজেই ফেসবুকে আপলোড করেন। হাসিঠাট্টা দিয়ে শুরু হলেও বিষয়টি পরে মানুষের সহানুভূতি কাড়ে।

চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় আলোচনায় ছিলেন রাব্বি। অনেকে বলেছিলেন, “মানুষ যখন কষ্টে পড়ে, তখন কতটা ক্ষোভ জমে, রাব্বি সেটা প্রকাশ করেছেন।”

রাব্বি জানান, “২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ইতিমধ্যে আমার হাতে টিকিট এসে গেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে রওনা হব। আগের ঘটনাটির জন্য সবার কাছে দুঃখিত। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন।”

রাব্বির এই ঘটনা এখন অনেকের মুখে প্রবাদে পরিণত—“মাইকে গালাগালি নয়, এবার হাতে পাসপোর্ট আর টিকিট!”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com