কলকাতা থেকে মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী, মগরাহাট পশ্চিমের বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা গিয়াসউদ্দিন মোল্লার ৭০তম জন্মদিন আজ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। সকাল থেকেই তার উস্তি থানা এলাকার নিজ বাসভবন ও শিরাকোল দলীয় অফিসে শুরু হয় শুভেচ্ছা, শুভকামনা এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা।
দিনভর জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ব্লক উন্নয়ন বোর্ড কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেস নেতা মানবেন্দ্র মণ্ডল। এছাড়া হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর, লক্ষ্মীকান্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজা সেখ, সিরাকোল অঞ্চলের প্রধান ও তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লাসহ ব্লক তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও অংশ নেন।
উৎসবের এক বিশেষ মুহূর্ত ছিল যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়াসউদ্দিন মোল্লাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। এতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জনসেবায় নিবেদন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার প্রশংসা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াসউদ্দিন মোল্লা বহু বছর ধরে মগরাহাট পশ্চিমের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। শিক্ষা, অবকাঠামো উন্নয়নসহ এলাকায় বিভিন্ন জনমুখী পদক্ষেপ গ্রহণ করে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার জন্মদিন উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই ভিড় করেন।
দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনভর চলতে থাকে কেককাটা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া অনুষ্ঠান। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বহু মানুষ শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বার্তা দিয়েছেন।
উদযাপনের নানা আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মগরাহাট পশ্চিমের জননন্দিত এই নেতার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান দীর্ঘ দিনের অর্জন।
Leave a Reply