পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। এই বহুল প্রত্যাশিত সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কক্সবাজারে অনুষ্ঠিতব্য সিরিজটিকে ঘিরে ইতোমধ্যে তরুণ টাইগ্রেসদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাদিয়া ইসলামের হাতে। তার নেতৃত্বে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে নির্বাচকরা। স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা ও আচিনা জান্নাত ইমান্তা। ব্যাটিং বিভাগ শক্তিশালী করতে দলে রাখা হয়েছে প্রতিভাবান আরিত্রি মণ্ডল নির্জনাকে।
এ ছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি এবং অতশি মজুমদারের মতো ক্রিকেটাররা। জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন এবং কুমারি রানি শিলও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
সিরিজের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের একাডেমি মাঠে। আগামী ১ ও ২ ডিসেম্বর দুই দলই অনুশীলনে অংশ নেবে। এরপর ৩ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। সিরিজটিকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুতি ও কন্ডিশনিং ক্যাম্পও চলছে জোরেশোরে।
এদিকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস এবং মোসাম্মৎ জিম আফরিন।
বিসিবি আশা করছে, এই সিরিজ তরুণ নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বাস্তবায়নে এই সিরিজটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply