রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

লাতিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা ক্লাব

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪.৪৮ অপরাহ্ণ
  • ১০৩ বার

রাজধানীতে শুরু হতে যাচ্ছে তরুণ ফুটবল প্রেমীদের প্রতীক্ষিত লাতিন বাংলা সুপার কাপ। আন্তর্জাতিক অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

এই টুর্নামেন্টে স্বাগতিক দল ফিউচার স্টার বাংলাদেশসহ তিনটি দল অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার উদ্বোধনী পর্দা উঠবে ৫ ডিসেম্বর এবং চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে সাও বার্নার্দো এবং ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর মাঠে নামবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন, আর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই লাতিন ক্লাবের মধ্যে সেরা লড়াই।

টুর্নামেন্টের শেষ দিনে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত ১০ ভাগ্যবান দর্শক সরাসরি দেখতে পারবেন দুই ফুটবল মহাতারকাকে।

শুধু ফুটবল নয়, থাকবে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস, যা স্টেডিয়ামকে উৎসবমুখর করবে।

আয়োজকরা দর্শকদের জন্য সাধারণ টিকিট মূল্য নির্ধারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আহ্বান জানিয়ে বলেছেন, তরুণ সমর্থকদের মাঠে এনে পরিবেশকে প্রাণবন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমডি আসাদুজ্জামান জানান, “দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে আগে এমন কিছু হয়নি, আল্লাহ চাইলে দর্শকেরা চমৎকার ফুটবল উপভোগ করতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com