জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু ও দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর দ্বিতীয়বারের মতো বিবাহ ১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এই বিয়েকে ঘিরে শুভেচ্ছার পাশাপাশি তৈরি হয়েছে বিতর্কও। অভিযোগ উঠেছে—পরিচালক রাজ ও তাঁর প্রাক্তন স্ত্রী শ্যামলী দের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই নাকি সামান্থাকে বিয়ে করেছেন রাজ। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে এই পরিস্থিতিতে রাজের পরিবার নতুন পুত্রবধূ সামান্থার প্রতি সমর্থন প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিবাহের পরদিনই নবদম্পতি মধুচন্দ্রিমায় উড়ে গেছেন।
এদিকে, রাজ ও সামান্থার বিয়ে নিয়ে চলমান আলোচনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন শ্যামলী দে। গত কয়েক দিন ধরে তিনি ভালোভাবে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন। তাঁর মানসিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন এই স্ত্রী। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে তিনি কোনো সাক্ষাৎকার দিতে ইচ্ছুক নন।
শ্যামলী জানিয়েছেন, তাঁর কোনো জনসংযোগ কর্মকর্তা নেই এবং সামাজিক মাধ্যমের পাতা তিনি নিজেই পরিচালনা করেন। এর মধ্যেই তাঁর দীক্ষাগুরুর শরীরে ক্যান্সার ধরা পড়েছে এবং মারণরোগটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। তিনি লেখেন, “আশা করি পরিস্থিতির গভীরতা আপনারা বুঝতে পারছেন। আমাকে এখন পুরো মনোযোগ একটা জায়গায় দিতে হবে।”
সমালোচনার জবাব দিতে গিয়ে শ্যামলী আরও বলেন, “যারা নাটক খুঁজছেন, কাদা ছোড়াছুড়ি দেখতে চাইছেন—তারা আসতে পারেন। আমি কোনো সংস্থার হয়ে প্রচার করতে, কাউকে সাক্ষাৎকার দিতে বা কারও সহানুভূতি পেতে রাজি নই।”
সামান্থা ও রাজের বিয়ে ঘিরে তৈরি নতুন এই বিতর্ক চলচ্চিত্র অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। তবে নবদম্পতি বা রাজের পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
Leave a Reply