গানের দুনিয়ার মতোই সামাজিক মাধ্যমেও সমানভাবে সক্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নিয়মিতই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তারই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন এই সংগীতশিল্পী, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য ও আলোচনা।
ছবিটিতে দেখা যায় মেহেদি হাতে সেজেছেন কনা। ক্যাপশনে লিখেছেন, “আমার হাতে মেহেন্দি…”। এই ছোট্ট ক্যাপশনেই শুরু হয় জল্পনা। ভক্তরা ধারণা করছেন, কোনো বিশেষ উপলক্ষ বা সুখবর কি সামনে আসছে? কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ প্রশংসা করছেন তাঁর সাজের। অনেকে আবার কৌতূহলী হয়ে জানতে চাইছেন এই মেহেদির রহস্য কী?
রহস্য উন্মোচনের চেষ্টা করা হলে কনা তা আরও গভীর করে দেন। কালের কণ্ঠকে তিনি বলেন, “এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।” তার এ মন্তব্যে কৌতূহল আরও বেড়ে গেছে ভক্তদের মাঝে।
এদিকে সম্প্রতি বিকেএসপির প্রথম থিম সং প্রকাশিত হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন কনা। পাশাপাশি নতুন বেশ কিছু গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। তাই মেহেদির ছবিটি নতুন কোনো প্রকল্প, ব্যক্তিগত কোনো উপলক্ষ নাকি অন্যকিছু তা জানতে এখন অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।
Leave a Reply