২০২৬ সালের হজে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নতুন দুটি প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।
নতুন উদ্যোগের অংশ হিসেবে সব হাজির জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিশেষ ‘ই-ব্রেসলেট’ বা ইলেকট্রনিক ব্রেসলেট। পাশাপাশি, মসজিদুল হারামের নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছে এক হাজার নতুন নজরদারি ক্যামেরা।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই স্মার্ট ব্রেসলেটে হাজির পাসপোর্ট, ভিসা ও আবাসন সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাজির শারীরিক অবস্থা এবং পূর্ববর্তী মেডিকেল ইতিহাসও দ্রুত পাওয়া যাবে। এছাড়া রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে হাজিরা মক্কা-মদিনায় নিজেদের অবস্থান সহজে জানাতে পারবেন। ব্রেসলেটটি পানিনিরোধক হওয়ায় নামাজ বা ভিড়ে ব্যবহারেও এটি নষ্ট হবে না।
নজরদারি ক্যামেরাগুলো মসজিদুল হারামের চারপাশে স্থাপন করা হবে এবং বিশেষ নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা এটির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। মূলত, ২০১৫ সালের মিনায় মর্মান্তিক পদদলিতের ঘটনার পর থেকে হাজিদের নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সৌদি সরকার।
Leave a Reply