মাত্র ৬ বছর বয়সে ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে আলোচনায় এসেছে চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের সোহান। গ্রামের সকলে তাকে ‘খুদে মেসি’ হিসেবে ডাকছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সোহান দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যাচ্ছেন। বিষয়টি বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বল পায়ের সঙ্গে রাখার ক্ষমতা, দ্রুত গতি এবং ড্রিবলিং—সব মিলিয়ে বয়সের তুলনায় সোহানের দক্ষতা বিস্ময়কর। কিছু মাস আগে তার খেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তাকে পরিচয় হয় ‘মতলবের মেসি’ হিসেবে।
ভিডিওটি নজরে আসে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার। তিনি সোহানকে বিকেএসপিতে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার সার্বিক সহযোগিতার দায়িত্ব নেন।
সোহানের বাবা সোহেল প্রধানিয়া বলেন, “মানুষের ভালোবাসা আর নেতাদের সহযোগিতাই আমার ছেলেকে বিকেএসপির দরজায় পৌঁছে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, সোহান যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে।”
মতলব উত্তর স্পোর্টস ক্লাবের সভাপতি মো. শামিম খান বলেন, “সোহান আমাদের এলাকার রত্ন। সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক দূর যাবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি যোগ করেন, “সোহানের প্রতিভা আমাদের সবাইকে বিস্মিত করেছে। বিকেএসপিতে ভর্তির সুযোগ আমাদের জেলার জন্য বড় অর্জন। তার পুরো যাত্রায় আমরা পাশে আছি।”
Leave a Reply