বিএনপি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে মসজিদ-মন্দিরসহ সব উপাসনালয়ে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশব্যাপী জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতি।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি। তিনি বলেন, “অসংখ্য নির্যাতনের মুখেও যার অদম্য মনোবলকে নত করা যায়নি, তিনি বেগম খালেদা জিয়া। আজ তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন এবং তার সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসার অপেক্ষায় আছেন।
রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি সংহতি জানিয়ে শুক্রবার দেশজুড়ে সব উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দেশের ভবিষ্যৎ পুনর্গঠনে বিএনপির নতুন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করবে বলেও এ সংবাদ সম্মেলনে জানান তিনি। এ কর্মসূচিতে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনা দেবেন।
Leave a Reply