সম্প্রতি ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারত। সেই ইতিহাস গড়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের তারকা ক্রিকেটার রিচা ঘোষের। লোয়ার মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং ও উইকেটরক্ষকের ভূমিকায় ধারাবাহিক পারফরম্যান্সে তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। এবার ক্রিকেট মাঠের বাইরে আরেকটি মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন এই তরুণী পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে যোগ দিয়েছেন রিচা।
কয়েকদিন আগে রিচা ঘোষকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয় পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে নিয়োগপত্র গ্রহণের পর বুধবার (৩ ডিসেম্বর) তিনি যোগ দেন দায়িত্বে। এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন তিনি। পুলিশের পোশাকে রাজীব কুমারের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সময়ে রিচার বাবা-মাও উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গ পুলিশ রিচার যোগদানের খবর এক্স-এ টুইট করে জানায়, ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি হিসেবে শিলিগুড়ি কমিশনারেটে সহকারী কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন। টুইটে আরও লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।’
ক্রিকেট ক্যারিয়ারেও সমান জনপ্রিয় রিচা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ চাহিদাসম্পন্ন। নারী আইপিএলে তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), যেখানে তার মূল্য আড়াই কোটি রুপি। জানুয়ারিতেই শুরু হতে যাচ্ছে নতুন মৌসুমের নারী আইপিএল, সেখানেও ব্যাট হাতে আলো ছড়াতে প্রস্তুত তিনি।
রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি ক্রিকেটেও একযোগে এগিয়ে চলা রিচার এই সাফল্য পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগ করেছে।
Leave a Reply