বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪.১৯ অপরাহ্ণ
  • ৫৬ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে আবারও ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

ডা. জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন। এর আগে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে খালেদা জিয়াকে দেখেন এবং ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও রাতেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

রোববার বেলা ১২টায় তিনি অংশ নেন বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভায় অংশ নেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া এখনও সম্ভব নয়, কারণ তার বর্তমান শারীরিক অবস্থার কারণে বিমান ভ্রমণের জন্য তিনি উপযুক্ত নন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com